শাহরাস্তি পৌরসভাধীন নোয়াগাঁও গ্রামে ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট হিল্লোল চাকমা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা জানান, গতকাল রোববার ভোর রাতে নোয়াগাঁও মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয়। এতে অভিযুক্তকে ভূমি ব্যবস্থাপনা আইনে ৩ লাখ টাকা অর্থদন্ড আরওপ ও জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে মুচলেকা প্রদানের ভিত্তিতে আটককৃত ড্রাম ট্রাক ৩টি মালিকগণের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, কৃষি জমির মাটি কাটার বিষয়ে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।