শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

শাহরাস্তি পৌরসভাধীন নোয়াগাঁও গ্রামে ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট হিল্লোল চাকমা।

উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা জানান, গতকাল রোববার ভোর রাতে নোয়াগাঁও মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয়। এতে অভিযুক্তকে ভূমি ব্যবস্থাপনা আইনে ৩ লাখ টাকা অর্থদন্ড আরওপ ও জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে মুচলেকা প্রদানের ভিত্তিতে আটককৃত ড্রাম ট্রাক ৩টি মালিকগণের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, কৃষি জমির মাটি কাটার বিষয়ে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট করার দাবি বদিউলের

সম্প্রতি