image

দুদকের চেয়ারম্যান: প্রার্থীদের হলফনামার সম্পদ বিবরণী খতিয়ে দেখা হবে

সংবাদ অনলাইন রিপোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনি হলফনামায় দাখিলকৃত সম্পদের বিবরণী খতিয়ে দেখা হবে। হলফনামায় কোনো অসঙ্গতি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সেগুলোও পরীক্ষা করা হবে।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যেন তারা প্রার্থীদের হলফনামা নিজেরা পরীক্ষা করেন এবং কোনো সন্দেহজনক বিবরণী পেলে দুদককে অবহিত করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদেরও কোনো কারচুপি বা অসঙ্গতির প্রমাণ পাওয়া গেলে তা সামনে আনার অনুরোধ জানান।

তিনি উল্লেখ করেন, দুদকের আইনগত সীমাবদ্ধতা থাকলেও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। নির্বাচনের এই সময়ে অন্যান্য কার্যক্রম কিছুটা কমিয়ে হলেও হলফনামা যাচাইয়ের কাজ চালানো হবে বলেও জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের তদন্তের জন্য আইনে সময়সীমা নির্ধারিত রয়েছে। তাই এখন তদন্ত শুরু করলেও নির্বাচনের আগে সব তদন্ত শেষ হবে এমনটি ভাবার কারণ নেই। তবে সুনির্দিষ্ট তথ্য ও প্রাথমিক প্রমাণ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪ এর সাম্প্রতিক সংশোধনী নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে, জরিমানার মাধ্যমে দুর্নীতিবাজকে ক্ষমা করার বিধান যুক্ত হওয়া নিয়ে এক সাংবাদিক জানতে চান। এর জবাবে আবদুল মোমেন বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস নেই এবং দুদক এই মৌলিক অবস্থান থেকে সরে আসবে না। প্রয়োজনে আইনগত বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

নির্বাচনি হলফনামা যাচাইয়ের জন্য আলাদা কমিটি গঠন করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু কমিটি গঠন করলেই সমস্যার সমাধান হয় না। অতীতে অনেক কমিটিই কাজ না করেই শেষ হয়েছে। কীভাবে কার্যকরভাবে কাজ করা যায়, সেটি বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এই মতবিনিময় সভায় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ এবং সংস্থাটির সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন। এছাড়া কমিশনের চারজন মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

» গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট করার দাবি বদিউলের

সম্প্রতি