image

গাজীপুরে বেতনের জন্য সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় যাত্রীদের দুর্ভোগ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট তৈরি হয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। বুধবার, (০৭ জানুয়ারী ২০২৬) সকালে উপজেলার সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করে বলে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান।

শ্রমিকরা বলেন, তাদের তিন মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন তারা। এ নিয়ে কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে সকালে কারখানায় শ্রমিকরা কাজে যোগদান না করে ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন।

এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়ক ছেড়ে দেয়ার জন্য শ্রমিকদের সঙ্গে তারা কথা বলেন।

কিন্তু শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকেন এবং ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা আবার কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করে।

কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘তিন মাস ধরে বেতন দিচ্ছে না। চাইলে বলে দেবো। আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খেতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবোই।’

শ্রমিক রহিমা আক্তার বলেন, ‘তিন মাসের বেতন বাকি। বাড়ি ভাড়া বকেয়া, দোকান বাকি, সন্তানের স্কুলের বেতন পরিশোধের জন্য বারবার তাগাদা শুনতে হচ্ছে। এ অবস্থায় আমাদের কেউ ধারও দিতে চায় না।’

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, ‘শ্রমিকরা মহাসড়কে ১৫-২০ মিনিট ছিলেন। আমরা তাদের সঙ্গে ও কারাখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান হবে।’

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

সম্প্রতি