image
ছবিঃ সংগৃহীত

শাহজাদপুর প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে প্রেস ক্লাবের সভা কক্ষে এ  দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন। ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে ক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু, সৈযদ হুমায়ুন পারভেজ সাব্বির, বর্তমান সহ-সভাপতি রাসেল সরকার, শামসুর রহমান শিশির ও শফিউল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মির্জা হুমায়ুন, সিনিয়র সাংবাদিক  সাগর বসাকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

সম্প্রতি