image
ছবিঃ সংগৃহীত

বাণিজ্য মেলায় শিক্ষার্থীদের খ-কালীন কর্মসংস্থানের বড় সুযোগ

সংবাদদাতা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন তরুণ শিক্ষার্থীদের পদচারণায় মুখর। পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের কাজের অভিজ্ঞতা নিতে হাজার হাজার শিক্ষার্থী এই মেলায় খণ্ডকালীন বা পার্টটাইম চাকরিতে যুক্ত হয়েছেন।

মেলায় বিভিন্ন দেশি-বিদেশি প্যাভিলিয়ন ও স্টলে শিক্ষার্থীদের জন্য একাধিক পদে নিয়োগ দেয়া হয়েছে যেমন সেলস এক্সিকিউটিভ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইনফরমেশন ডেস্ক অ্যাসিস্ট্যান্ট, ভলান্টিয়ার ও সিকিউরিটি সুপারভাইজার।

তথ্যমতে, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বড় কোম্পানি যেমন- প্রাণ-আরএফএল, হাতিল, ওয়ালটন এবং বিভিন্ন কসমেটিকস ও ফুড ব্র্যান্ডে কাজের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী এক মাসের এই মেলায় কাজ করে পদভেদে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারছেন। এর পাশাপাশি অনেক প্রতিষ্ঠান যাতায়াত ভাড়া ও খাবারের সুবিধাও দিচ্ছে।

সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী জানান, ‘বাণিজ্য মেলায় কাজ করা মানে শুধু টাকা আয় করা নয়, বরং মানুষের সাথে কথা বলার দক্ষতা (ঈড়সসঁহরপধঃরড়হ ঝশরষষ) এবং কর্পোরেট জগতের অভিজ্ঞতা অর্জন করা। এটি ভবিষ্যতে পূর্ণকালীন চাকরির ক্ষেত্রে সিভিতে (ঈঠ) একটি বড় ইতিবাচক দিক হিসেবে কাজ করে।” সাধারণত মেলা শুরু হওয়ার এক-দুই মাস আগেই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সোশ্যাল মিডিয়া পেজ বা জব পোর্টালে সার্কুলার দেয়। তবে মেলা চলাকালীন সময়েও অনেক ছোট-বড় স্টলে সরাসরি গিয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়ে কাজের সুযোগ পাওয়া যায়। উল্লেখ্য ৩০তম বাণিজ্য মেলা ২০২৬ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচল। ৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা (ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত)।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

সম্প্রতি