রাজধানীর হাই কোর্ট সংলগ্ন শাহ খাজা শরফুদ্দিন চিশতীর মাজারে বার্ষিক ওরশের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করছেন ভক্তরা। পুলিশ বলছে, দিনের বেলা ওরশ শেষ হয়ে গেছে। এরপরেও কিছু ভক্ত ও পাগল সেখানে রয়ে গেছেন, নিরাপত্তাজনিত কারণে যাদেরকে হাই কোর্ট প্রাঙ্গণের ভেতরে অবস্থিত মাজারটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
ভক্তরা বলছেন, হাই কোর্ট মাজার বলে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী ওই মাজারে শুক্রবার থেকে তিন দিনের বার্ষিক ওরশ শুরু হওয়ার কথা ছিল। সেজন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত, পাগল ও অনুসারীরা সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে জড়ো হন। কিন্তু সন্ধ্যায় পুলিশ তাদের মূল স্থাপনার ভেতর থেকে বের করে দেয় বলে তাদের অভিযোগ। তারা বলছেন, সন্ধ্যায় ভক্তরা কেউ কেউ রীতি অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে চলে যেতে চাইলে সেটাও করতে দেওয়া হয়নি। মহাথেরো মোহাম্মদ নামে এক ভক্ত মাজার প্রাঙ্গণ থেকে সন্ধ্যার পর কয়েকটি লাইভ ভিডিও প্রচার করেন। ভিডিওতে বেশ কয়েকজন ভক্ত ও অনুসারীকে মাজারের ভিতরে ঢুকতে না দেওয়ার অনুযোগ করতে দেখা যায়। অনেকেই সরকারের প্রতি উষ্মা ও ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলছেন,‘ওখানে বাৎসরিক একটা প্রোগ্রাম ছিল। দুপুরে তারা তবারক বিতরণ করেছে। সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষ করে দেওয়ার কথা থাকলেও তারা যেতে চাচ্ছে না’। এই মাজারে ওরশে ভক্ত সংগীত সহ নানা ধরনের কর্মসূচি থাকে। ভক্তরা বলছেন বিগত বছরগুলোতে তিন দিনব্যাপী দিনরাত সেখানে ওরশের নানা কর্মসূচি পালিত হয়ে আসছে।
জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন,‘এখানে ভক্ত, অনুসারী ও পাগলরাসহ বিভিন্ন জায়গা থেকে গাঁজাসেবীরাও সমবেত হয়।