ছুটির দিনে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই রাজধানীর মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামতে শুরু করে, যা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে।
মেলার প্রধান ফটক ও বিভিন্ন প্যাভিলিয়নের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা যায় দর্শনার্থীদের। দেশি-বিদেশি পণ্যের স্টলগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। বিশেষ করে তৈরি পোশাক, হস্তশিল্প, আসবাবপত্র ও ইলেকট্রনিকস পণ্যের স্টলগুলোতে ছিল সবচেয়ে বেশি কোলাহল।
মেলায় আগত দর্শনার্থীর রোমানা আক্তার জানান, ছুটির দিনে একসঙ্গে কেনাকাটা ও বিনোদনের সুযোগ থাকায় প্রতি বছরই তারা বাণিজ্য মেলায় আসেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিনের ভিড় তাদের বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে যানজট এড়াতে আশপাশের সড়কে ট্রাফিক পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
শিশুদের বিনোদন জোন ও নাগরদোলায় ছিল শিশু-কিশোরদের ভিড়। খাবারের কর্নারে ফুচকা, চটপটি, কাবাবসহ নানা দেশীয় খাবারের স্টলে দেখা যায় দীর্ঘ সারি।
সব মিলিয়ে ছুটির দিনে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ নগরবাসীর বিনোদন ও কেনাকাটার অন্যতম প্রধান মিলনমেলায় পরিণত হয়েছে।