রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজশাহী নগরীর বিভিন্ন এলকায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারিকে আটক করেছে। আটকরা হলেনÑ কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মৃত রুহুল আমিন ভিকুর ছেলে মো. তুষার হোসেন (২৮) ও বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধারের মৃত মাহাতাব আলীর ছেলে মো. নুর আলী (২৮)। আরএমপির উপপুলিশ কমিশনার সিটিটিসি ও এডিসি (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান গত বৃহস্পতিবার রাতে কাশিয়াডাঙ্গা থানার চারখোটা লাইনপাড়ায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ তুষারকে আটক করে। এছাড়া একই দিন রাতে বোয়ালিয়া মডেল থানার খরবোনা হিন্দুপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ নুর আলীকে আটক করে। আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মাদলা দায়ের করে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।