রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা–কর্মীরা। রোববার বেলা ১১টায় তিন ইস্যুতে তারা কর্মসূচি শুরু করেন। ব্যারিকেড পার করে ইসি ভবনের সামনে অবস্থান নিয়ে শীর্ষ নেতারা বক্তব্য দেন। প্রধানত পোস্টাল ব্যালট পেপার সংক্রান্ত সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ বলে দাবি করে নেতাকর্মীরা ইসির দুর্বল নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ছাত্রদল নেতাকর্মীরা যে তিনটি ইস্যুতে প্রতিবাদ করছেন, সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে, তারা পোস্টাল ব্যালট পেপার সংক্রান্ত ইসির সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ মনে করছেন। দ্বিতীয়ত, বিশেষ এক রাজনৈতিক দলের চাপের ফলে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে অবাঞ্ছিত সিদ্ধান্ত নিচ্ছে ইসি। তৃতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসি সিদ্ধান্ত থেকে সরে যাওয়া।
অবস্থান কর্মসূচি “রাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন শীর্ষ নেতারা। এ ব্যাপারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দাবি করছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। যা নির্বাচন ব্যবস্থার পেশাদারিত্বে আঘাত হানছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন সৃষ্টি করছে।
কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির কয়েক হাজার নেতা–কর্মী অংশ নিয়েছেন।
সারাদেশ: মহাসড়কে দুর্ঘটনা