সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এবার দুটি পোড়া লাশ উদ্ধার, এ নিয়ে ৫টি

প্রতিনিধি,সাভার

ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের এবার এক শিশুসহ দুইজনের পোড়া লাশের সন্ধান পেয়েছে পুলিশ। এ নিয়ে গত ৬ মাসে দুই তলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি লাশ। তবে কোনো লাশেরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। রোববার, (১৮ জানুয়ারী ২০২৬) দুপুরে পরিত্যক্ত ভবনটির একটি কক্ষে সদ্য পোড়া লাশ দুটির খবর পাওয়া যায় বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘লাশ দুটি থেকে ধোয়া বেরুতে দেখে ধারণা করা হচ্ছে ভোরের দিকে কোনো সময় তাদের পুড়িয়ে হত্যা বা হত্যার পর লাশ পোড়ানো হয়েছে। দুইজনের মধ্যে একজন শিশু অন্যজন পুরুষ নাকি মহিলা তা বোঝা যাচ্ছে না।’ খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘঠনাস্থল পরিদর্শন করেন।

এদিকে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সাভার মডেল থানা, সাভার প্রেসক্লাব ও সাভার সেনা ক্যাম্পের সামনে এই পরিত্যক্ত ভবন থেকে একের পর এক লাশ উদ্ধার হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে আশপাশের লোকজন। সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী জবা বলেন, ‘আশপাশে এতো গুরুত্বপূর্ণ স্থাপনা ও সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এখানে এসব ঘটনা ঘটছে। আমরা চাই পরিত্যক্ত এ ভবনটি ভেঙে ফেলা হোক, নয়তো নতুন করে সংস্কার করা হোক তাতে এ ধরনের ঘটনা আর এখানে না ঘটে।’

তবে পুলিশ বলছে, অন্যত্র হত্যার পর লাশগুলো নিরাপদ স্থান বুঝে এই ভবনটিতে রেখে যায় দুর্বৃত্তরা। এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত এই ভবনের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। ১১ অক্টোবর রাতে উদ্ধার করা হয় অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন গলিত মরদেহ। এছাড়া ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, দুর্বৃত্তরা এমনভাবে লাশগুলোকে পুড়িয়ে হত্যা করে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। এর আগে একই ভবন থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। একজনেরও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ‘ভবনের চারপাশের সিসি ক্যামেরা রয়েছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করবো’।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রাজধানীতে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

সম্প্রতি