image
কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দিনব্যাপী বাঙালিয়ানা পিঠা উৎসব শুরু হয়েছে। ‘আলোকযাত্রী’ সংগঠনের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয় -সংবাদ

বাংলাদেশে কর্মরত পাকিস্তানি নাগরিকের আত্মহত্যার হুমকি, বাসায় পুলিশ

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে কর্মরত এক পাকিস্তানি নাগরিক পারিবারিক কলহের কারণে আত্মহত্যার হুমকি দিয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে এমন খবর জানালে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত মঙ্গলবার রাত ১২টার পর ৯৯৯-এ ফোন দিয়ে এক ব্যক্তি নিজেকে পাকিস্তানি নাগরিক হিসেবে পরিচয় দেন। সে সময় তিনি কান্না জড়িত কণ্ঠে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে ‘আত্মহত্যা করবেন’ বলে জানায়।

ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, তিনি একজন পাকিস্তানি নাগরিক। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশের একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে কাজ করেন। চার বছর আগে বাংলাদেশি এক নারীকে তিনি বিয়ে করেছেন এবং তাদের দুটি সন্তান আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই পাকিস্তানি নাগরিক বলেন, তিনি দুই লাখ টাকা বেতন পান এবং বেতনের সিংহভাগ স্ত্রীর হাতে তুলে দেয়ার পরও নানা ছুতোয় আরও ‘টাকা দাবি করেন তার স্ত্রী’। অন্য নারীর সঙ্গে সম্পর্কের মিথ্যা অভিযোগে তার স্ত্রী তাকে ‘ব্ল্যাকমেইল করে যাচ্ছেন’।

‘একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে বলেন, তিনি গাড়ি চালাতে চালাতে ফোন করেছেন, মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত তিনি, এখন আত্মহত্যা করবেন।’

এরপর পুলিশ সদস্য তাকে শান্ত থাকার আহ্বান জানায় এবং আইনি সহায়তার আশ্বাস দিয়ে তুরাগ থানার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। পাশাপাশি পাকিস্তানি নাগরিকের কাছ থেকে বাসার ঠিকানাও নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে তুরাগ থানার পুলিশ ওই পাকিস্তানি নাগরিকের উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসায় গিয়ে সহকর্মী এবং তার শাশুড়িকে খবর দেন।

সবার উপস্থিতিতে কথাবার্তা শুরু হলে ওই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে তার স্ত্রী প্রতিনিয়ত গভীর রাতে বাসায় ফেরার অভিযোগ করেন। ‘এরপর ওই দম্পতির মধ্যে মীমাংসা করে দেয়া হয়।’ ওই সময় স্বামী-স্ত্রী কেউ কারও বিরুদ্ধে অভিযোগ দিতে রাজি হননি। পরবর্তীতে আইনি সহায়তার প্রয়োজন হলে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি