image

এবারের নির্বাচনে কোটিপতির ছড়াছড়ি

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে) চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে প্রায় অর্ধেকই কোটিপতি। যা আগের যেকোনো নির্বাচনের চেয়ে বেশি। আর এবার শতকোটির মালিক ২৭ জন প্রার্থী। এমন তথ্য পাওয়া গেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির তথ্য তুলে ধরা হয়। তথ্য তুলে ধরেন টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজজামান বক্তব্য দেন।

‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর–অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থী ৮৯১ জন। আর এর মধ্যে শতকোটির মালিক ২৭ প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। একই দিনে হবে গণভোট।

প্রসঙ্গত, বিরোধী দলের বর্জনে সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ২৮টি দলের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৬৯ জন। এর আগে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলের সব কটি অংশ নিয়েছিল। নির্বাচনে ২৯৯টি আসনে মোট প্রার্থী ছিলেন ১ হাজার ৮৬১ জন। তার আগে ২০১৪ সালের নির্বাচনে ১৫৩টি আসনের ১৪৭টিতে প্রার্থী ছিলেন ৩৯০ জন।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি