image

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিশ্বে বায়ুদূষণে আজও শীর্ষে অবস্থান করছে ঢাকা। আজ সোমবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, এদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশ্বে প্রথম অবস্থানে ছিল রাজধানী ঢাকা।

সোমবার সকাল ৭টায় ঢাকার বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৬, যা দিয়ে শহরটি শীর্ষ অবস্থানে উঠে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টায় ঢাকা শীর্ষ অবস্থান ধরে রাখে, তখন দূষণের মাত্রা বেড়ে দাঁড়ায় ২৭৩।

এদিকে, ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২১। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, সেখানে বায়ুর মান ১৮৯।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৭৩ হওয়ায় তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একইভাবে কলকাতার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি