ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন মোল্লার বাড়িতে কম্বল মজুদ ও বিতরণের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় গোপনে কম্বল মজুদ করায় নির্বাচনী আচরণবিধিমালা ৪(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করেন। গতকাল রোববার দুপুরে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কাচারিঘাট আউলিয়াবাদ এলাকায় এ জরিমানা করা হয়।
জানা যায়, ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে কাচারিঘাট আউলিয়াবাদ এলাকার ফারুক হোসেন মোল্লার বাড়িতে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করা হয়েছে। এমন খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। এ সময় ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, ফারুক হোসেন মোল্লা এ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাকে সতর্ক করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আইন সব প্রার্থীর জন্য সমান।
বিজ্ঞান ও প্রযুক্তি: চতুর্থবারের মতো টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপ থেকেই সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করার সুযোগ