ঢাকার বাতাস টানা কয়েকদিন ধরেই ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) গড় স্কোর ছিল ২৪২। যা ভীষণ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর মান পাওয়া গেছে কুর্মিটোলা এলাকায়। যেখানে স্কোর ২৮৮। বাতাসের এমন মারাত্মক দূষণ পরিস্থিতিতে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নগরবাসীকে কিছু পরামর্শ দিয়েছে।
১. যারা বাইরে ব্যায়াম করেন, তাদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বাইরে ব্যায়াম করা থেকে একেবারেই বিরত থাকতে হবে।
২. দূষিত বাতাস যেন কোনোভাবেই ঘরে ঢুকতে না পারে সেজন্য দরজা, জানালা বন্ধ রাখতে হবে।
৩. বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বিশেষত কাজের উদ্দেশে বাইরে বের হতেই হয়, তাদের অবশ্যই মাস্ক পরতে হবে।
৪. যদি সম্ভব হয় তাহলে এয়ার পিউরিফায়ার বা বাতাস বিশুদ্ধকরণ বা পরিষ্কারকরণ যন্ত্র ব্যবহার করতে হবে।
৩১৪ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। ঢাকার পরে ২১৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর।
বায়ু দূষণজনিত সমস্যায় ঢাকা বছরের পর বছর ধরে জর্জরিত। বর্ষাকালে বায়ুর মান কিছুটা উন্নত হলেও শীতকালে চরম অস্বাস্থ্যকর হয়ে ওঠে। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের গবেষণা মতে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ কাজের ধুলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে। বায়ুদূষণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।