রাজধানীর বাড্ডা লিংক রোডে ‘পাল্লা দিয়ে চলা’ দুই বাসের মাঝখানে পড়ে পথচারী এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার, (২৭ জানুয়ারী ২০২৬) বিকালে রাইদা এন্টারপ্রাইজ ও ভিক্টর পরিবহনের চাপায় তার প্রাণ যায় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
নিহত আবুল কাশেম আজাদ (৩৪) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খিলক্ষেত শাখার কর্মচারী। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামে। থাকতেন দক্ষিণখানের আশকোনায়।
আজাদকে হাসপাতালে নিয়ে আসা ইফতেখার হোসেন বলেন, আজাদ ব্যাংকের কিছু কাগজপত্র নিয়ে খিলক্ষেত থেকে গুলশান শাখায় যাচ্ছিলেন। বাড্ডায় বাস থেকে নেমে লিংক রোডে রাস্তা পার হওয়ার সময় ‘পাল্লা দিয়ে চলা’ রাইদা এন্টারপ্রাইজ ও ভিক্টর পরিবহনের মাঝে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।