সাভারে বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় ২৩ জন পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতজন নারী শ্রমিক। গতকাল বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সিয়াম প্রমাণিক (৩৩), আলাল শেখ (৩৬), আব্দুল মমিন (৩৪), ইমন (৩০), বিন্দু সরকার (২৭), ময়না আক্তার (৩১), জুলহাস (৩২), সুমন (২৩), আশিক মিয়া (২৮), আব্দুর রহিম মিয়া (৩২), সোহরাব মিয়া (৪৭), সবুজ মিয়া (২৯), সালামুল (২৯), লাবনী (৩৮), সাবিনা (৪৪), রেশমা (৩৩), রবিউল ইসলাম (২৯), মৌসুমি খাতুন (৩০), সোরাওয়ার (৫১), সুজন মিয়া (৩৫), তাজ নাহার আক্তার (৩২), মানিক (৩৩), স্মৃতি বেগম (৩৮)।
পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি সকালে সাভারের বিরুলিয়া রোড এলাকার দিলখুশাবাগে সাভার গ্লোবাল ফ্যাশান গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল আউটওয়্যার লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে। এ সময় শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। পরে মালিকপক্ষ শ্রমিকদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, কারখানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মালিক পক্ষ মামলা দায়ের করে। সেই মামলায় সকালে ৭ নারীসহ ২৩ জন পোশাক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।