রাজধানীর ওয়ারীতে পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২জন দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হচ্ছেন, হোটেলের ক্যাশিয়ার শাহ আলাম (৪৫), কর্মচারি ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।
জানা গেছে, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কামরুল এবং জসিমকে ভর্তি দেওয়া হয়েছে। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের তিন শতাংশ দগ্ধ হয়েছে। আর আহত অন্য ৬জনকে জরুরি চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নগর-মহানগর: বনানীতে আবাসিক ভবনে আগুন