image

বনানীতে আবাসিক ভবনে আগুন

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় লাগা আগুন পৌনে এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার, (৩০ জানুয়ারী ২০২৬) সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ৭টা ২২ মিনিটে। কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

পাঁচতলা ওই আবাসিক ভবনের পঞ্চম তলায় কর্ক সিট ও হার্ডবোর্ডের গুদামে আগুন লাগার কথা বলেন তিনি। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি এ কর্মকর্তা। বিমানবন্দর সড়কের পাশের ভবনে আগুন লাগায় যান চলাচল বিঘ্ন ঘটার কথা এক ফেইসবুক পোস্টে বলেছিল গুলশান ট্রাফিক বিভাগ।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি