image

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন : পাঁচজন নিহত

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

পুরান ঢাকায় একটি কারখানায় আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে পাঁচজনের। এতে আহত হয়েছে আরও কয়েকজন।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টা দিকে পুরান ঢাকার সোয়ারীঘাটের কামাল বাগে একটি জুতা কারখানায় আগুন লাগে। অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সেখান থেকে পাঁচজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, পাঁচজনই ওই কারখানার শ্রমিক। তাদের সবাই আগুনে দগ্ধ হয়েছেন ।

ওই কারখানায় মূলত জুতার সোল তৈরি হত। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তা ।

ফায়ার সার্ভিস কর্মীরা শুক্রবার সকালেও সেখানে কাজ করছিলেন। আগুন নিভে গেলেও ভেতরে হতাহত আর কেউ আছেন কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।

পুরান ঢাকায় এর আগেও ভায়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাধারণত বিভিন্ন কারখানা থেকে আগুণ দ্রুত ছড়িয়ে পড়ে। আগে চুরিহাট্রা ও নিমতলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাতে প্রাণ হরায় অনেকে। সাধারণত বিভিন্ন ধরণের কারখানার দাহ্য পদার্থ থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মৃত্যুর ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরান ঢাকার কারখানা অনত্র্য সরিয়ে নেওয়ার বিষয়ে অনেক দেন দরবার হয় পত্র পত্রিকায় লেখা হয়। কিন্তু বাস্তবে তা কার্যকর না হওয়ায় আবার সোয়ারীঘাটের কামাল বাগে জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি