রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়ালচাপা পড়ে জিহাদ নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আ. কাদির জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। ২ ভাইয়ের মধ্যে সে ছোট।
নাদির হোসেন বলেন, আমার ছেলে আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো। প্রতিদিনের মতো আজও আমি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলাম। আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। আমিও আঘাতপ্রাপ্ত। জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই কাদির জানান, জিহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।