image

মেট্রোরেলের মালামাল চুরি, ৬ জনকে গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর তুরাগ এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি করা ৮৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ৪ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শুক্রবার র‍্যাব-৪ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হচ্ছে— কুষ্টিয়ার হাবিবুর রহমান (৩০), যশোরের মারুফুল ইসলাম (৩৭), কুমিল্লার বোরহান উদ্দিন (৪৫),কিশোরগঞ্জের সুরুজ (৫০), ঢাকার রুবেল (৩৩), নেত্রকোনার জহিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরষ্পরের যোগসাজসে তারা দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোরেল প্রকল্প ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ন প্রকল্পের অব্যবহৃত লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা একটি বিশেষ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সঙ্গেও জড়িত। তারা চোরাই করা লোহা, ইস্পাত, তার, মেশিন বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করত।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব তাদের গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

» গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট করার দাবি বদিউলের

সম্প্রতি