image

মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন: দগ্ধ মা-ছেলের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় মা ও তার শিশু সন্তান মারা গেছে। তারা হলেন প্রিয়াংকা ও তার শিশু সন্তান অরুপ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে প্রিয়াঙ্কা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রিয়াঙ্কা শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

» ‘যদি টালবাহানা করতেই থাকেন, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবো’: ইনকিলাব মঞ্চ নেতা

সম্প্রতি