রাজধানীর মগবাজারে মায়ের সঙ্গে অভিমান করে নওরিন জাহান ঝিলিক (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় মগবাজারের গাবতলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নওরিন তেজগাঁও হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
মৃতের পরিবার বলছে, সকালে ঘুম থেকে দেরি করে উঠায় নওরিনকে বকাঝকা করেন তার মা মমতাজ বেগম। এ অভিমানে রুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নওরিন। এক ভাই দুই বোনের মধ্যে মেঝ ছিল নওরিন।
নওরিনের জমজ বোন নুসরাত জাহান জানান, সকালে ঘুম থেকে দেরি করে উঠায় মা নওরিনকে বকাঝকা করেন। এরপর পড়তে বসতে বলে মা সাভারে এক আত্মীয়ের বাসায় চলে যান। তখন আমাদের অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় নওরিন। কিছুক্ষণ পর দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে তারা এসে নওরিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি