আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে ঢাকায় করোনাভাইরাসের উচ্চ সংক্রামক ধরন ওমিক্রনের তিনটি উপধরন রয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আফ্রিকান, ইউরো-আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওমিক্রন ধরনের সঙ্গে এই তিন উপধরনের মিল পাওয়া যায়।
আইসিডিডিআরবি ল্যাবরেটরিতে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে ১ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হলে ২৮ শতাংশই করোনা পজিটিভ। এর মধ্যে ৬৯ শতাংশের দেহে ওমিক্রন শনাক্ত হয়।
আইসিডিডিআরবি জানায়, তারা ওমিক্রনে আক্রান্ত ১৩ জন পুরুষ ও ১৬ জন নারী অর্থাৎ ২৯ জনের সাক্ষাৎকার নিয়েছে। তাদের মধ্যে ২৭ জনের কোনও উপসর্গ ছিল না। এছাড়া তাদের মধ্যে মাত্র একজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সৌদি আরব থেকে এসেছেন একজন, বাকি ২৮ জন দেশেই ছিলেন।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি