image

কলাবাগান তেঁতুলতলা মাঠে ঈদ জামাত

সংবাদ অনলাইন রিপোর্ট

অনেক সংগ্রাম করে রক্ষা পাওয়া কলাবাগান তেঁতুলতলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তাতে এলাকার বিভিন্ন বয়সী মুসলমানরা অংশ নেন। এসময় সবার মাঝে ভিন্ন রকম আনন্দের ভেঙে বয়ে যায়।

ঈদ জামাতকে কেন্দ্র করে তেঁতুলতলা মাঠে টানানো হয় সামিয়ানা, আর বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো।

১ বিঘা ক্ষেত্রফলের সরকারি জমি তেঁতুল তলা মাঠে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করার পাশাপাশি এলাকার নানা সামাজিক অনুষ্ঠান হয়ে আসছিল।

সম্প্রতি ওই মাঠটিতে কলাবাগান থানা তৈরির উদ্যোগ নেওয়া হলে উদীচীর কর্মী সৈয়দা রত্নার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে।

সেখানে অবকাঠামো নির্মাণ শুরুর পর গত ২৪ এপ্রিল পুলিশ রত্না ও তার ছেলেকে আটক করলে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। এরপর প্রধানমন্ত্রী সেখানে থানা ভবন না তোলার নির্দেশ দেন। ফলে ওই এলাকার শিশু-কিশোরদের খেলার জন্য মাঠটি রক্ষা পায়।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি