image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১

শুক্রবার, ০৬ মে ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০২২ পিস ইয়াবা, ১ কেজি ৪২৫ গ্রাম গাঁজা ও ২.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মে) ভোর ছয়টা থেকে শুক্রবার (৬ মে) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রুজু হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি