image

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, ৫৪ মামলায় গ্রেফতার ৭৪

নিজস্ব বার্তা পরিবেশক

গতকাল (২০ জুন) ভোর ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ৩৫ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম হেরোইন, আট গ্রাম আইস, ২৪৭ বোতল ফেন্সিডিল ও ৬ দশমিক ০৮ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

সম্প্রতি