রাজধানীর হাতিরঝিলে ট্রাকের চাপায় রইচ উদ্দিন (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত ব্যাক্তি স্কয়ার কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করতেন। তার বাড়ি নরসিংদী জেলার কাচারাকান্দি এলাকায়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌনে একটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই ট্রাকের চালক আলিম (৪৩) ও হেলপার আল আমিনকে (২৫) আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
নিহতের ঘটনাটি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, রাতে হাতিরঝিল থানার রামপুরা কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রইচ উদ্দিনকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা তার পরিবারকে খবর দিয়েছি তারা ঢাকা মেডিকেলে আসছেন। মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় ওই ট্রাক চালক, হেলপার এবং ট্রাকটি হাতিরঝিল থানা হেফাজতে নিয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা
বিজ্ঞান ও প্রযুক্তি: সিনেমা, গেম ও স্ট্রিমিংয়ে বাড়ছে এইআই-নির্ভর সাইবার হুমকি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৫৫