image

মতিঝিলে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি

মঙ্গলবার, ২৮ জুন ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মতিঝিল থানা এলাকায় ইকবাল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে ইকবালকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানায়, তিনি কক্সবাজারসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রি করত।

গ্রেপ্তার ইকবালের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি