ঢাকা কেন্দ্রীয় কারাগারে নোবাল মৃধা ওরফে রোমান (৩১) নামে এক বন্দীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নং- ২৯৮৭১/২১। নিহতের বাবার নাম মৃত জামদের আলী মৃধা। তার বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলায়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) রক্ষী মো. আলআমিন জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরাধ ও দুর্নীতি: মুছাব্বির হত্যা: আরেক ‘শুটার’ গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: চট্টগ্রামে কসাইকে ‘খুনের পর টুকরো লাশ ছড়িয়ে দেন বন্ধু’
নগর-মহানগর: প্লাস্টিকের পুতুল ও ফুলই কাল হলো ছোট্ট আরিফার