সরকার মিথ্যাচার করছে : মান্না

শুক্রবার, ১২ আগস্ট ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘কতো বড় মিথ্যাচার বর্তমান সরকার করতে পারে। পেট্রোল-অকটেন নাকি আমরা আমদানি করি না। অথচ এটা আমাদের আমদানি করতে হয়। যদিও গ্যাসের উত্তোলনের সঙ্গে সঙ্গে পেট্রোল-অকটেন তৈরি করা যায়। গ্যাসও তো আমদানি করতে হয়। অথচ আমাদের মাটির নিচে অনেক গ্যাস রয়ে গেছে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সবই ঠিক আছে, শুধু টাকা পাচারের কারণেই সব সংকট।’

শুক্রবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বহুমাত্রিক প্রভাব ও বাংলাদেশের গন্তব্য কোন পথে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সুইস রাষ্ট্রদূত বলেছেন তাদের কাছে বাংলাদেশ টাকা পাচারের তথ্য চায়নি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা সুইস ব্যাংকের কাছে টাকা পাচারের হিসাব চেয়েছিলেন। যদি টাকা পাচারের তথ্য চেয়েই থাকেন, তাহলে তার দলিল দেখান। জনগণ দেখতে চায়। একজন রাষ্ট্রদূত মিথ্যা বলছেন তার বিরুদ্ধে এমন প্রচারণা আপনারা চালাবেন। তারা তথ্য দেয়নি এমন কথা বলার আগে নিজেরা প্রমাণ দেন যে, আপনারা তথ্য চেয়েছেন। জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ জামায়াতে ইসলামি, জাগপা ও বিএনপির অন্যান্য শরিক দলের নেতাকর্মীরা।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি