image

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকার শ্যামলীতে থেমে থাকা কভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টায় শ্যামলী রুপায়ন টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে।

থানার এসআই রাকিবুল আলম বলেন, কভার্ড ভ্যানটি নষ্ট হওয়ায় রাস্তার ধারে থামানো অবস্থায় ছিল। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক কভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যান চালকের সহকারী রনি (৩৭) এবং ট্রাকচালক রাজু (২৬) ঘটনাস্থলেই প্রাণ হারান।

কভার্ডভ্যানের চালক হাসান (৩২) আহত হয়েছেন। তাকে জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

কভার্ডভ্যান ও ট্রাকটি পুলিশ আটক করেছে বলে জানান এসআই রাকিবুল।

‘নগর-মহানগর’ : আরও খবর

» সাবেক প্রধানমন্ত্রীর সহকারীর স্ত্রীর ১০ তলা ভবন জব্দের আদেশ

সম্প্রতি