যাত্রাবাড়ীতে রেস্তোরায় আগুন : সূত্রপাত ট্রান্সফরমার বিস্ফোরণে

রোববার, ১১ সেপ্টেম্বর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার যাত্রাবাড়ীতে একটি রেস্তোরায় অগ্নিকান্ডে ভবনের তিনটি তলা পুড়ে গেছে। আরবেন চাইনিজ ও পার্টি সেন্টার নামে সে রেস্তোরায় আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে। তবে কেউ আহত হয়নি। আজ সকাল ৬টায় এ আগুন লাগেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়।

আজ সকালে আগুন নিয়ন্ত্রণ শেষে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা।

দিনমনি শর্মা বলেন, আজ সকাল ৬টা ৭ মিনিটে আমরা রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের এক এক করে ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটি চার তলা ও খুবই কনজাস্টেড হওয়ায় আমরা ঘটনাস্থলে ১০টি ইউনিট নিয়ে আসি। পরে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা বের হয়ে আসতে পেরেছিল বলে জানা গেছে । তাই এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে চার তলা বিশিষ্ট ভবনটির তিন তলা পর্যন্ত পুড়ে গেছে।

আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসের এই উপ-পরিচালক বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রেস্টুরেন্টটির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে করে রেস্টুরেন্টের ভবনের মিটার বোর্ডে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা।

তবে রেস্টুরেন্ট আগুন নেভানোর মতো কিছুই পাওয়া যায়নি। তাই আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে বলেও তিনি জানান।

‘নগর-মহানগর’ : আরও খবর

» বিজয় দিবসে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ থাকবে

সম্প্রতি