শাহজাহানপুরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আত্মহত্য বলে পুলিশের ধারণা

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

শাহজাহানপুরে এক বাসা থেকে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এইচএসসির শিক্ষার্থী অনুপ বালোকে (১৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মোল্লা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সে রাজধানীর ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী ছিল।

তিনি বলেন, উত্তর শাহজাহানপুরের একটি বাড়ির নিচতলার ফ্ল্যাটে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রতন বালোর ছেলে অনুপ বালো বাসায় ফিলিং ফ্যানের সঙ্গে ঝুলে যায়। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি

» শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা: রিমান্ড শেষে কারাগারে নয়ন

সম্প্রতি