image

রাজধানীতে ঘুমের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু!

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর শ্যামপুরের জুরাইনে ঘুমের ওষুধ খেয়ে মোসা. নাদিয়া (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে শ্যামপুর জুরাইন মুন্সিবাড়ি নিজ বাসায় ঘটনাটি ঘটে।

জুরাইন মুন্সি বাড়ির স্থানীয় বাসিন্দা লোহা ব্যাবসায়ী সালাউদ্দিনের স্ত্রী নাদিয়া। সালাউদ্দিন জানিয়েছেন, নাদিয়া শ্বাসকষ্টের রোগী।

গতরাতে ঘুমের ওষুধ খেয়ে নিজ রুমে ঘুমিয়ে যান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ছেলে নাস্তা খাওয়ার জন্য তার মাকে ডাকাডাকি করে। কিন্তু তিনি ঘুম থেকে না উঠায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

সম্প্রতি