ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া সেন্টার।
এদিকে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে পুলিশের চার জনকে অতিরিক্ত ডিআইজি পদে ও ৫০ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়াও পুলিশ সদর দপ্তরের এক আদেশে ৮১ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে।