image

মোহাম্মদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মো. নোমান (৩২) ও তার স্ত্রী শামীমা (২৪)। নোমান ও শামীমার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী বলেন, রোববার রাত সাড়ে ১১টায় ৯৯৯ এ ফোন পেয়ে ওই বাসার তৃতীয় তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল এবং স্ত্রীর লাশ খাটের ওপর ছিলো। দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নোমান সৌদি প্রবাসী। ভালোবেসে এক বছর আগে তিনি শামীমাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর তাদের পরিবার মেনে নিচ্ছিল না। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিলো।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি