image

পরিবাগে ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের একজন নিহত

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর পরিবাগে আবদুস সাত্তার ওরফে নীলা (২৬) নামের তৃতীয় লিঙ্গের একজন নিহত হয়েছেন। তাঁকে ছুরিকাঘাতের ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পরিবাগের পদচারী–সেতুতে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ এই তথ্য জানান।

এসআই শফিউল্লাহ বলেন, যে কিশোরকে আটক করা হয়েছে, সে পুলিশকে বলেছে, তাঁকে অনৈতিক কাজের জন্য জোর করছিলেন নীলা। এ সময় সে ছুরি দিয়ে নীলাকে আঘাত করে। এতে নীলা গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় নীলাকে উদ্ধার করা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, নীলার গ্রামের বাড়ি জামালপুর সদরে। তাঁর বাবার নাম ময়ন উদ্দিন। নীলা হাতিরঝিল এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নীলার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

» গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট করার দাবি বদিউলের

সম্প্রতি