ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম তৃতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
জ্বরে ভুগছিলেন মেয়র আতিক। গতকাল সোমবার পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। এর পর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া তাঁর আর কোনো উপসর্গ নেই।
ডিএনসিসি মেয়র তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।
মেয়র আতিক ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীকালে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সপরিবার করোনায় আক্রান্ত হন তিনি।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা