image

তৃতীয়বার করোনায় আক্রান্ত মেয়র আতিক

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম তৃতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

জ্বরে ভুগছিলেন মেয়র আতিক। গতকাল সোমবার পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। এর পর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া তাঁর আর কোনো উপসর্গ নেই।

ডিএনসিসি মেয়র তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

মেয়র আতিক ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীকালে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সপরিবার করোনায় আক্রান্ত হন তিনি।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

সম্প্রতি