image

যমুনা ফিউচার পার্কের সামনে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

রোববার, ২২ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।আজ রবিবার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক জানান।

নাদিয়া (২৪) নামের ওই শিক্ষার্থী নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রথম সেমিস্টারে পড়তেন। তার বাসা নারায়গঞ্জের ফতুল্লা থানা এলাকার চাষাড়ায়।

ভাটারা থানার এসআই সাইফুল ইসলাম বলেন, “নাদিয়া তার বন্ধু মেহেদী হাসানের সঙ্গে মোটরসাইকেলে করে যমুনা ফিউচার পার্কে এসেছিলেন বেড়াতে। মেহেদী একই বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঘটনার বিবরণ দিয়ে পরিদর্শক রফিকুল বলেন, নাদিয়াদের মোটরসাইকেল যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে ভিক্টর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়, তাতে নাদিয়া সড়কে ছিটকে পড়েন।

“বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন নাদিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” নাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটকাতে পারলেও চালক পালিয়ে গেছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি