image

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার মহাখালী রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বিকাল ৫টা পর্যন্ত নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে নীল রংয়ের থ্রি কোয়ার্টার ট্রাউজার ও কালো গেঞ্জি ছিল।

ঢাকা রেলওয়ে থানার এএসআই সানু মং বলেন, “ঘটনাস্থলের আশপাশের লোকজনের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল। সে সময়ে অনেকে তাকে ডাকাডাকিও করেছিলেন। কিন্তু তিনি খেয়াল করেননি।“

কমলাপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক দ্বিখণ্ডিত হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সানু মং। নিহতের মোবাইল ফোনটি ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার লাশ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে।”

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি