রাজধানীতে আজ রোববার সকাল থেকেই চারদিক কুয়াশায় ঢাকা। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ কুয়াশা কিছুটা কাটতে শুরু করেছে। শুধু কুয়াশা না, সঙ্গে আছে হিমেল হাওয়া। প্রায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছিল। কিন্তু আজ আবার দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে। কমেছে ঢাকার তাপমাত্রাও। দেশের সর্বনিম্ন তাপমাত্রা একদিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে, এক দিনে প্রায় দুই ডিগ্রি তাপমাত্রা কমেছে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা