image

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৩

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৯ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৭.২ গ্রাম ৫৩ পুরিয়া হেরোইন, ১২৮ বোতল ফেন্সিডিল, ১৮০ বোতল এবং ২০ লিটার দেশীয় মদ, ৫৫ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা, ১৪ হাজার ৩৪৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩ টি মামলা রুজু হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের দ্বিতীয় দিন: হামলাকারীর আত্মসমর্পণ, রোগীদের দুর্ভোগ

সম্প্রতি