image

চিকিৎসকদের আরো অনেক বেশী লেখা দরকার

রোববার, ১৯ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

‘একটা পরিবারে নারীরা যদি সুস্থ থাকেন, তবে সেই পরিবারের সকল সদস্য সুস্থ থাকে। আমাদের দেশে মাতৃমৃত্যু কমে গেছে এটা খুবই ভালো লক্ষণ। কিন্তু এখনো অনেকদুর যেতে হবে নারীদের । তাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। তাদের (নারীদের) সচেতন করবার জন্য অনেক বেশী লিখতে হবে বলে উল্লেখ করেন একুশে পদক প্রাপ্ত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

আজ রবিবার রাজধানীর একটি হোটেলে হ্যাপী হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনী আয়োজিত লেখক ও গবেষক আ স ম ওয়াহিদুজ্জামান এর স্বাস্থ্য বিষয়ক ৬টি বই এর মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনÍার্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. সায়েবা আরো বলেন, প্রজনন স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ন বিষয় এই বিষয়টি নিয়ে অনেক বেশী গবেষণা ও বই লেখা দরকার।

আমরা যারা চিকিৎসা পেশায় আছি তাদের লেখালিখিতে মনোযোগ দেওয়া দরকার। এতে করে শুধু নারীরা না দেশেরও কিন্তু উন্নয়ন বা উন্নতি হবে। তাই যতোটুকু পারেন লেখেন।

অবসর প্রাপ্ত কর কমিশনার গবেষক ও লেখক আ স ম ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে যেন যেতে না হয় এজন্য আমাদের সতর্ক হতে হবে। আর এজন্য দরকার প্রিভেন্টিভ মেজার (প্রতিষেধক পরিমাপ)। এখন সময় প্রিভেন্টিভ মেজার নিয়ে কাজ করার। রোগী হয়ে নয় রোগ কি করে প্রতিরোধ করা যায়, রোগহীন থাকবার জন্য কি কি করা দরকার এমন প্রতিষ্ঠান এখন সময়ের দাবি।

হ্যাপী হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনীর ব্যববস্থাপনা পরিচালক আইভি খান ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মো. জাহাঙ্গির কবির, রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞঅধ্যাপক ডা. মো. রাশিদুল হাসান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম আহসান হাবিব প্রমুখ।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মেট্রোরেলের কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ঘোষণা

» শ্যামবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সম্প্রতি