ঢাকা সেনানিবাসে সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঢাকা সেনানিবাসের সিগন্যাল মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা অঞ্চল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ক্বিরাতে ঘাটাইল অঞ্চলের করপোরাল সাব্বির আহমেদ এবং আযানে চট্টগ্রাম অঞ্চলের সৈনিক হুসাইন শেখ প্রথমস্থান অর্জন করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য প্রতিযোগিতাটি গত ১৯ মার্চ শুরু হয়।
অর্থ-বাণিজ্য: সূচক বাড়লেও কমেছে লেনদেন
অর্থ-বাণিজ্য: কেএফসি’র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার
অর্থ-বাণিজ্য: রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে
অর্থ-বাণিজ্য: সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি
অর্থ-বাণিজ্য: আইপিওতে লটারি ব্যবস্থা আবারও ফিরছে
আন্তর্জাতিক: সৌদি-পাকিস্তান-তুরস্ক মিলে গঠিত হচ্ছে ‘ইসলামিক নেটো’