image

রাজধানীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রোববার, ২১ মে ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক:

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর রুম থেকে জুলেখা (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ মে) এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার পরিদর্শক শাহ আলম।

এর আগে শনিবার (২০ মে) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহ আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জলিল নামে এক রিকশাচালকের সঙ্গে জুলেখার প্রেমের সম্পর্ক ছিল অনেক বছর ধরে। তারা দুজনেই বিবাহিত। শনিবার রাতে জামান টাওয়ারের নিরাপত্তাকর্মী সিরাজের রুমে ঢোকেন তারা। একপর্যায়ে জলিল জুলেখাকে গলা কেটে পালিয়ে যায়।

তিনি জানান, হত্যাকাণ্ডের আগে শনিবার রাতে জুলেখা, নিরাপত্তাকর্মী সিরাজ ও জলিল কারওয়ানবাজার ঘোরাঘুরি করেন ও আম কেনেন। জলিল পলাতক হলেও নিরাপত্তাকর্মী সিরাজ পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি