image

শতবর্ষী পুকুর দখল, বন্ধের নির্দেশনা চেয়ে রিট

রোববার, ০৪ জুন ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ডিআইটির শতবর্ষের পুকুর দখল করে মার্কেট, কাউন্সিলর অফিস নির্মাণ বন্ধ করে পুকুরটি সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন। রিটের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন ।

পুকুর দখলের সঙ্গে জড়িত সাবেক কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে শতবর্ষী পুকুরটির স্থিতাবস্থা জারির আবেদন জানানো হয় । এই রিটে বিবাদী করা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচির , পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব , রাজধানী উন্নয়ন কতৃৃর্ৃৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ।

গত ২১ মে একটি জাতীয় দৈনিকে ‘পুকুর দখল করে মার্কেট ও কাউন্সিলর কার্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি করা হয় বলে জানান আইনজীবী। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে রিটের পক্ষের আইনজীবী জানিয়েছেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

সম্প্রতি