image

শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুক্রবার, ০৯ জুন ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর একটি বাসা থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি