সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তে ১৫ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর দুই দিনে প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এই অভিযানটি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা, খারেরা, শংকুচাইল, শশীদল, সালদানদী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী মঈনপুর, ঘাগুটিয়া ও আখাউড়া বিওপি এলাকায় পরিচালিত হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি ৯৩৯০ কেজি,চাউল ১০৫৩ কেজি,শাড়ী ৫৫ পিস,নেহা মেহেদী: ৩৬৩০ পিস,অলিভ ওয়েল ৪১৮ পিস,চুলের তেল ১২৯ পিস,বাঁজি ১১,৩২৩ পিস,মোটরসাইকেল ২টি,থ্রী-পিচ ৯ পিস,হুইস্কি ৬৯ বোতল,প্লেইং কার্ড ৮৪ প্যাকেট,পেঁয়াজের বীজ ১৪২ প্যাকেট,গাঁজা ২০ কেজি,বিয়ার ৫ বোতল।
এসব ভারতীয় চোরাচালানী মালামাল কুমিল্লা কাস্টমস্ অফিস ও আখাউড়া কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে এগুলো ধ্বংসের জন্য প্রক্রিয়া চলছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, "আমরা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখব।"
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তে ১৫ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর দুই দিনে প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এই অভিযানটি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা, খারেরা, শংকুচাইল, শশীদল, সালদানদী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী মঈনপুর, ঘাগুটিয়া ও আখাউড়া বিওপি এলাকায় পরিচালিত হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি ৯৩৯০ কেজি,চাউল ১০৫৩ কেজি,শাড়ী ৫৫ পিস,নেহা মেহেদী: ৩৬৩০ পিস,অলিভ ওয়েল ৪১৮ পিস,চুলের তেল ১২৯ পিস,বাঁজি ১১,৩২৩ পিস,মোটরসাইকেল ২টি,থ্রী-পিচ ৯ পিস,হুইস্কি ৬৯ বোতল,প্লেইং কার্ড ৮৪ প্যাকেট,পেঁয়াজের বীজ ১৪২ প্যাকেট,গাঁজা ২০ কেজি,বিয়ার ৫ বোতল।
এসব ভারতীয় চোরাচালানী মালামাল কুমিল্লা কাস্টমস্ অফিস ও আখাউড়া কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে এগুলো ধ্বংসের জন্য প্রক্রিয়া চলছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, "আমরা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখব।"